ত্রিশালের কানিহারীতে ভোটারদের আলোচনায় স্বতন্ত্র প্রার্থী ভূলু

আরিফ রববানী ময়মনসিংহঃ ময়মনসিংহের ত্রিশাল  উপজেলার ৪নং কানিহারী  ইউনিয়নের বর্তমান মেম্বার আহাম্মদ আলী ভূলু এবার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যাপক কর্মী সমর্থক  নিয়ে বিপুল উৎসাহের মধ্য দিয়ে  গণসংযোগ চালিয়ে মাঠ চোষে বেড়াচ্ছেন।ইউনিয়নের আহাম্মদাবাদ,বরমা বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক  গণসংযোগ করে তিনি বর্তমানে ভোটারদের আলোচনায় রয়েছেন।

স্বতন্ত্র চেয়ারম্যান  প্রার্থী হিসেবে তাকে এলাকাবাসী  নির্বাচিত করতে চান। ইউনিয়নের কৃতি সন্তান হিসেবে, তার স্নেহ ভালোবাসা এমনকি অসহায় গরীব মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়ার আর্থিক সহযোগিতা করায় তিনি এখন প্রার্থী হিসাবে আলোচনার শীর্ষ পর্যায়ে রয়েছেন। গত নির্বাচনে  ইউনিয়নের মেম্বার নির্বাচিত হওয়ার পরে তার দারা কোন মানুষ কষ্ট পায়নি, যেকারণে তিনি আসন্ন নির্বাচনে ভোটারদের মাঝে বেশ জনপ্রিয়। তবে এবছরের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা।কানিহারী ইউনিয়নের যুব সমাজের অহংকার ভূলুর প্রার্থীতায় স্থানীয় সর্বস্তরের জনতার মাঝে বেশ উল্ল্যাসমোখর পরিবেশ দেখা দিয়েছে। আহাম্মদ আলী ভূলু  সকলের কাছে দোয়া প্রত্যাশায় তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন, জনগণের দাবি সরকার  সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন দিলে আহাম্মদ আলী ভূলু এর বিজয় সুনিশ্চিত, বর্তমানে তার ব্যাপক জনসমর্থন রয়েছে, নির্বাচন নিয়ে কোনো কারচুপি হলে, জনগণ তা প্রতিহত করবেন বলেও আলোচনা চলছে, জনগণের দাবি তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ন্যায্য অধিকার ভোট  দিতে পারে এটাই তাদের প্রত্যাশা। আহাম্মদ আলী ভূলু ইতিমধ্যে নয়টি ওয়ার্ডের কর্মীদের সাথে মতবিনিময় শুরু করেছেন, তার নির্বাচনী কার্যক্রম অব্যাহত থাকবে, এবছরের নির্বাচনে কোন অপশক্তি তাকে হঠাতে পারবেনা, তিনি জনগণকে সাথে নিয়ে মাঠে আছেন থাকবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।