ত্রিশালের ‘ইউএনও’র বিদায়ের গুঞ্জন-এ অশ্রুসিক্ত জনসাধারণ

মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার-এর বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। তারা বলছে ত্রিশাল উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোস্তাফিজুর রহমান স্যারকে যেন বদলি না করা হয়।তারা আরো বলেন আমরা হারাতে যাচ্ছি আমাদের এমন একজন অভিভাবক যিনি কিনা ত্রিশালের মানুষের যেকোনো আপদে-বিপদে, যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন।তারই ধারাবাহিকতায় হয়েছেন ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বীকৃতি স্বরূপ পেয়েছেন স্থানীয় সরকার পুরষ্কার-২০২০তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনার এই মহাসংকটে তিনি ছুটে গিয়েছেন ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে, ছুটে গিয়েছেন প্রত্যেক ঘরে ঘরে, নিজ হাত দিয়েছেন ত্রাণ।

এছাড়াও তিনি সরকারি যেকোনো ত্রাণ ত্রিশাল উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভায় সেচ্ছাসেবক টিম গঠন করে তাদের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবাসমূহ যাচাই-বাছাই করে সঠিক অসহায় লোকের কাছে পৌঁছে দিয়েছেন।সাধারণ মানুষ বলছে,আমাদের চোখে দেখা একজন ন্যায় বিচারক, মেধাবী ও খুবই বিচক্ষণ অফিসার। তিনি যেখানেই মানুষের দুর্ভোগের কথা শুনেছেন, সাথে সাথেই সেখানে ছুটে গেছেন মানুষের দুর্ভোগ লাগবের জন্য। ত্রিশালের মাটি ও মানুষ আপনাকে প্রয়োজনের সময় কাছে পেয়েছে এবং সামনের দিনগুলোতেও কাছে পেতে চায়। সরকার ঘোষিত সকল বিধি নিষেধ কার্যকরে তিনি ছিলেন সোচ্চার। একজন সরকারি কর্মকর্তা হয়েও তিনি কাজ করে যাচ্ছেন একজন প্রকৃত ত্রিশালবাসী হিসাবে।

ত্রিশালের সর্বস্তরের জনগণ চায়,মানবিক এই ইউএনও যেনো ত্রিশালেই বহাল থাকে।