ঝিনাইগাতীতে ইউ পি চেয়ারম্যান,সদস্য ও সচিবগণের”মৌলিক প্রশিক্ষণ “অনুষ্ঠিত

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীর ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত  ৩দিন ব্যাপী”মৌলিক প্রশিক্ষণ “কোর্সের শুভ উদ্বোধনী করা হয়েছে। ৩১ মে বুধবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার অতিরিক্ত সচিব ইশরাত জাহান।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদের  সভাপতিত্বে এতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত বিভিন্ন ক্ষমতা ও আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, অতিরিক্ত সচিব ইশরাত জাহান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির।

 সাত ইউনিয়নের  ইউপি চেয়ারম্যানগ  ৭ইউপি সচিব, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার এ কর্মশালার শেষ দিন।

ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যরা জানান, এ কর্মশালার মাধ্যমে তারা আগামী দিনগুলোতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্ম কান্ড পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।