গর্বিত ময়মনসিংহ বাসী ৫ জন মন্ত্রীসভায়

৪৬ সদস্যের নতুন মন্ত্রিপরিষদে ময়মনসিংহ বিভাগ থেকে একজনকে মন্ত্রী ও চারজনকে প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নেত্রকোণা জেলার খালিয়াজুড়ির কৃতিসন্তান মোস্তাফা জব্বার। তিনি এরআগেও এ মন্ত্রণালয়েরই মন্ত্রী ছিলেন।

এদিকে নেত্রকোণা জেলা পেয়েছে একজন প্রতিমন্ত্রী। নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু পেয়েছেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব।

ময়মনসিংহ জেলা পেয়েছে দুইজন প্রতিমন্ত্রী। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে টানা দুইবার এমপি হওয়া শরীফ আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে দ্বিতীয়বারের মতো এমপি হওয়া কেএম খালিদ বাবু সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন।

এছাড়া জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তবে শেরপুর জেলা থেকে কাউকেই রাখা হয়নি এবারের মন্ত্রিপরিষদে।