ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে সর্বোচ্চ ২০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১৩ জনসহ মোট  ২০ জনের মৃত্যু হয়েছে এবং একই সময় ময়মনসিংহ বিভাগে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আজ  বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য জানা যায়।

আজ সকালে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র মহিউদ্দিন খান মুন জানান, গতকাল (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার ৮টা পর্যন্ত) ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪১১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১১ হাজার ৪৯৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১৮ জনের। সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৩ জন। বর্তমানে ৩ হাজার ৬৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন।তথ্য সূত্র-প্রথম আলো