‘কেজিএফ-২,হিন্দি মালিকানা কিনতে গুণতে হল প্রায় ৯০ কোটি

‘কেজিএফ’ যার পূর্ণ নাম ‘কোলার গোল্ড ফিল্ড’ সত্যিই মুভিটি সোনার খনিতে পরিণত হয়ছে।মুভিটি  যখন তৈরি হয় তখন ধারণাই ছিলনা  জনপ্রিয়তা এতটা হবে। মুভির  প্রযোজকরা  যত টাকা খরচ করেছিলেন নির্মানে, তার ৩৫ গুণ টাকা থেকে তুলে ফেলেছেন। মুভিটি সোনার খনিতে পরিণত হয়ওয়ার আগেই অবশ্য  ছবির হিন্দি মালিকানা কিনে ফেলেছিলেন ফারহান আখতার আর রীতেশ সিধওয়ানি । এ বারও ‘কেজিএফ-২’-এর দ্বিতীয় পর্বের হিন্দি স্বত্বও  কিনলেন তারা। তবে এ বার শুধু মালিকানা কিনতেই দিতে হল বিরাট অঙ্কের টাকা।দ্বিতীয় ছবির হিন্দি মালিকানা কিনতে তাঁদের গুণতে হল প্রায় ৯০ কোটি টাকা।যা আগের তুলনায় অনেক বেশী।

কেজিএফ মুভি  এতো পরিমাণে ব্যবসা করতে পারবে কেউই ভাবতে  পারেননি।কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই  ‘কেজিএফ’-এর সঙ্গে যুক্ত এক ব্যক্তি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘১ম চেপ্টারের সময় খুবই কম টাকায় হিন্দি মালিকানা বিক্রি হয়। কিন্তু এখন আর ত সম্ভব না। কন্নড় ভাষাতেই  প্রায় ৭ গুণ বেশি অর্থলগ্নী হলে হিন্দি মালিকানা র জন্যও অনেক বেশি টাকা লাগবে সেটাই স্বাভাবিক।’’

‘কেজিএফ’-চেপ্টার ০২ পর্বের টিজার মুক্তি পেয়েছে।  ইতি মধ্যেই টিজার দেখে দর্শকরা অধির আগ্রহে বসে আছে কবে মুক্তি পাবে। নির্মাতারা দাবি করছেন, ‘কেজিএফ’-এর থেকে ‘কেজিএফ-২ প্রতি  দর্শকের চাহিদা বেড়ে গিয়েছে। ০২য় পর্বে দর্শকদর চাহিদা মেটাতে পারবে বলেই তাঁদের আশা।

২০১৮ সালে ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ মুক্তি পায়।  আড়াই বছর পর আসছে দ্বিতীয় চেপ্টার। ১৬ জুলাই শুক্রবার মুভিটির রিলিজের তারিখ ঘোষণার পর  ভক্তরা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরকারি ছুটির  আবেদন পাঠায়।

প্রশান্ত নীলের পরিচালিত (কেজিএফ চ্যাপটার টু) মুভিতে যশ সহ আরো অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় এটি ভারত সহ বিশ্বের অনেক দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে  মুক্তি পাবে।