কবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শফিকুল, সম্পাদক রফিকুল

মেহেদী জামান লিজন:: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু-নীল দলের প্রার্থীরা।

জানা গেছে, কোন একটি পদেও জয়লাভ করতে পারেনি বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্রার্থীরা। নির্বাচনে বঙ্গবন্ধু-নীল দল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: শফিকুল ইসলাম।

এছাড়াও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: রফিকুল আমিন। নির্বাচিত সভাপতি মো: শফিকুল ইসলাম পরপর দুই দুইবার নিষ্ঠার সাথে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ফল ঘোষণা করেন শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিজয় ভূষণ দাস।

প্রধান নির্বাচন কমিশনা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ১৫৬। সব প্রার্থী ভোটগ্রহণকালে নির্বাচন পরিষদকে সহযোগিতা করেছেন। কোনো প্রার্থী কোনো ব্যাপারে অভিযোগ করেননি।

সভাপতি পদে বঙ্গবন্ধু-নীল দলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: শফিকুল ইসলাম ৯৫টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী সাদা দলের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো: মিজানুর রহমান পেয়েছেন ১৫টি ভোট। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু-নীল দলের মো: রফিকুল আমিন ৮৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রার্থী সাদা দলের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার ১৮টি ভোট পেয়েছেন।

এছাড়া বঙ্গবন্ধু-নীল দল থেকে সহ-সভাপতি পদে ড. মো: এমদাদুর রাশেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, যুগ্ম-সম্পাদক পদে সঞ্জয় কুমার মুখার্জী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ৯২টি ভোট পেয়ে সিএসই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মো: সুজন আলী নির্বাচিত, কোষাধ্যক্ষ পদে ৮৮টি ভোট পেয়ে এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: মাসুদ চৌধুরী নির্বাচিত হন।

এছাড়াও বঙ্গবন্ধু-নীলদলের ড. তুষার কান্তি সাহা ৯৩, আসিফ ইকবাল আরিফ ৮৭, আলভী রিয়াসাত মালিক ৯৫, রোবাইয়া শাহরিন ৮৬, বিজয় কুমার কর্মকার ৮৪, আজিজুর রহমান ৯০, মো: মাজহারুল হোসেন তোকদার ৮১, কল্যানাংশু নাহা ৮৪, অমিতা দাস ৮০ এবং মো: রাকিবুল ইসলাম ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।