ইউএনও’র অভিযানে তারাকান্দায় ৩০ হাজার টাকা জরিমানা 

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাদ্য দ্রব্যে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে এক হোটেল ব্যবসায়ী কে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 ২৫ অক্টোবর বিকালে মঙ্গলবার জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও  মিজাবে রহমত এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মেয়াদুত্তীর্ণ খাবার পরিবেশনের দায়ে ব্যবসায়ীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

জানা গেছে, উপজেলার তারাকান্দা বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় একজন হোটেল ব্যবসায়ী নগদ জরিমানা করা হয়।

ইউএনও মিজাবে রহমত জানান

অভিযান পরিচালনা কালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা,মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি নিষিদ্ধ করা  এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়। পরবর্তীতে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।  এ সময় তারাকান্দা থানা এস.আই রায়হান সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে অভিযান অবহ্যত থাকবে বলেও জানান ইউএনও মিজাবে রহমত।