স্পোর্টস ডেস্কঃ ব্যানারে নাম না থাকায় উদ্বোধনী মঞ্চের মাইক্রোফোন ফেঙে ফেলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল। এ সময় তিনি খেলা বন্ধের নির্দেশ দিয়ে দলবল নিয়ে মঞ্চ ত্যাগ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে খেলা যথারীতি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে সোয়া ১০টার দিকে ক্ষেতলাল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই টুর্নামেন্টের দাওয়াতপত্রে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন এবং সভাপতি ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমানের নাম দেয়া হয়। একইভাবে ব্যানারেও উপজেলা চেয়ারম্যানের নাম ছিল না।
সকাল দশটায় উদ্বোধনী খেলা শুরুর দশ মিনিট পর উপজেলা চেয়ারম্যান মঞ্চে এলে মাইকে তাকে শুভেচ্ছা জানানোর সাথে সাথে তিনি মাইক্রোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।
এ সময় তিনি বলেন, ‘ব্যানারে নাম নাই, অথচ মাইকে আমার নাম বলা হচ্ছে কেন।’
এরপরই তিনি খেলা বন্ধের নির্দেশ দিয়ে মঞ্চ ছেড়ে চলে যান। পরে ইউএনও আরাফাত রহমানের নির্দেশে খেলা যথারীতি চলে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মজিদ মোল্লা, সহসভাপতি মোফাজ্জল হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মালিক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান, আবু রাশেদ আলমগীর প্রমুখ।
উদ্বোধনী খেলায় আলমপুর ইউনিয়ন ও মামুদপুর ইউনিয়ন অংশ নেয়। এতে নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত হলে টাইব্রেকারে ৩-১ গোলে আলমপুর ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।
(ক্র্যাডিট- ঢাকাটাইমস)