আন্তর্জাতিক নিউজঃঃ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন যুক্তরাজ্যে পাওয়া নতুন করোনার বিরুদ্ধে কার্যকর ,এমন টাই দাবি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ভ্যাকসিন ট্রায়ালের তদন্তকারী (প্রধান )অ্যান্ড্রু পোলার্ড । পোলার্ড বলেন, যুক্তরাজ্যের ভ্যাকসিনের পরীক্ষা চালিয়ে দেখা গেছে চ্যাডক্স ১ ভ্যাকসিনটি মহামারী ভাইরাস সহ করোনার নতুন ধরন বি.১.১.৭-এর বিরুদ্ধেও কার্যকর।
জানা যায়, বারবার ধরন পরিবর্তণের কারণে যুক্তরাজ্যে করোনার সংক্রমণ বেড়ে চলেছে। আর এ জন্য গত মাস থেকে যুক্তরাজ্যে আবারো লকডাউন দেয়া হয়।
অন্য দিকে অক্সফোর্ডের ভ্যাকসিন গবেষণা কারীদলের প্রধান (সারাহ গিলবার্ট) বলেছেন , আমাদের তৈরি ভ্যাকসিন শুধুমাত্র যুক্তরাজ্যের ধরনই নয় ভবিষ্যতে করোনা’র যে সব ধরন আসতে পারে সেগুলোর বিরুদ্ধে কার্যকর হবে । ধরন পরিবর্তনের বিষটি মাথায় রেখে তারা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে কাজ করে যাচ্ছে।