ত্রিশাল প্রতিদিন ডেস্কঃঃ ওপাড়ে’ চলে’ গেলেন ‘ অভিনেতা “আব্দুল কাদের”। “শনিবার” (২৬ ডিসেম্বর) সকালে’ চিকিৎসাধীন’ অবস্থায়’ শেষ’ নিঃশ্বাস’ ত্যাগ’ করেন’ তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসপাতাল’ সূত্রে জানা যায়, তাঁর মরদেহ’ হাসপাতাল’ থেকে’ বাসায়’ নেওয়া হবে।
“আব্দুল কাদের” ক্যান্সারে’ আক্রান্ত’ ছিলেন’ অনেকদিন’ ধরে। অবস্থা’ গুরুতর’ হওয়ায়’ ৮ ডিসেম্ব’র ভারতে’র চেন্নাইয়ে’ ক্রিস্টিয়ান’ মেডিকেল কলেজ হাসপাতালে’ নেওয়া’ হয়।সেখান’ তাকে’ দেশে’ ফিরিয়ে’ আনা’ হয়’ এবং রাজধানী’র এভারকেয়ার’ হাসপাতালে’ রাখা’ হয়।(২১ ডিসেম্বর) সন্ধ্যায়’ তার’ কোভিড-১৯ পরীক্ষা’র ফল পজিটিভ’ আসে।
“আব্দুল কাদের” “হুমায়ূন আহমেদে”র লেখা “কোথাও কেউ নেই” নাটকে “বদি” চরিত্রে’ অভিনয়’ করে’ তুমুল’ জনপ্রিয়তা’ পান। এছাড়া’ তিনি ‘বহু নাটক-সিনেমা’ ও টিভি’ শোতে ‘অভিনয়’ করেছেন’ তা’ ছাড়াও ‘ইত্যাদি’র নিয়মিত’ শিল্পী’ ছিলেন’ তিনি।