ময়মনসিংহে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত হাবিবুর রহমান নগরীর আকুয়া মহল্লার কামাল মিয়ার ছেলে। তিনি পলাতক রয়েছেন।যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- মো.জীবন, স্বপ্না বেগম, মো.সাব্বির ও শরীফ হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুবোধ চন্দ্র সরকার জানান, এর মধ্যে জীবন পলাতক রয়েছেন। আর মো.সারোয়ার নামে আরেক আসামি বিচার চলাকালীন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে নগরীর ছত্রিশবাড়ি কলোনি এলাকার পারভেজকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দুর্বৃত্তরা। ওই দিনই নিহতের মা সেলিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২২ জুন সব আসামির নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার শুরু হয়। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে ২৭/০৫/২০১৯  মঙ্গলবার এ রায় দেন আদালত।