সারা বিশ্বে বাড়ছে সংক্রমণ তবে মৃতের সংখ্যা কম-বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্কঃ ওমিক্রন   আসার পর সারা বিশ্ব বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  ভাল খবর হলো সংক্রমণ বাড়লেও মৃত্যুহার হ্রাস পেয়েছে। করোনায় নতুন করে মৃত্যুর সংখ্যা আগের চেয়ে ১০ শতাংশ হ্রাস পেয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি আরো জানায়- গত বছরের অক্টোবর মাস থেকেই বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। তা গত ডিসেম্বরে একদম উর্ধ্বমুখী হয়। এরপর ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২ জানুয়ারি সংক্রমণ হার কার্যত রেকর্ড গড়েছে। শেষে দেখা যায়, গত ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি ৭১ শতাংশ করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সারা বিশ্বে। বিশ্বব্যাপী করোনায় মৃত্যুহার কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, করোনায় নতুন করে মৃত্যুর হার ১০ শতাংশ কমেছে। গত সপ্তাহে প্রায় ৯৫ লাখ নতুন করোনা আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে ৪১ হাজার মানুষের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট জানা যায়- ইউরোপীয় দেশগুলিতে করোনা সংক্রমণ ক্রমাগত বাড়ছে। তবে আমেরিকায় একটু কম। তবে বিগত কয়েক দিনে এই দুই মহাদেশে সবচেয়ে বেশি করোনায় মৃত্যুও হয়েছে। অন্যদিকে আফ্রিকা মহাদেশে করোনায় সাপ্তাহিক মৃত্যুর হার  (২২ শতাংশ)যা সবচেয়ে বেশি। অন্যান্য অঞ্চলে করোনায় মৃত্যু সংখ্যা তুলনামূলক ভাবে কমছে।