সমস্যা সমাধানের পর শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা
আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহম্মদ আব্দুল্লাহ।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে ইজতেমা একটাই হবে।
সভায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, তাবলীগের সুরা সদস্য মাওলানা জুবায়ের, সৈয়দ ওয়াসিফুল ইসলাম উপস্থিত ছিলেন। ‘দীর্ঘদিন ধরে তাবলীগে বিশৃঙ্খলা চলছে। এটাকে প্রশমিত করার জন্য সকলে মিলে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বুধবার (২৩ জানুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে সব পর্যায়ের সবাইকে নিয়ে বৈঠক হয়। সেখানে দুই গ্রুপকে একসঙ্গে বসাতে সক্ষম হয়েছি।’
তিনি বলেন, ‘সেখানে আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে সক্ষম হয়েছি যে, এবার বিশ্ব ইজতেমা একসঙ্গে এক জায়গায় এবং উভয় গ্রুপ মিলেই করবে।’