শেরপুরের নালিতাবাড়ীতে প্রতারণার ন্যায় বিচার চেয়ে সৎমার মামলা

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে সতীনের সন্তানের দ্বারা প্রতারণার শিকার হয়ে ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছে মোছা. রেহানা পারভীন রেখা(৬২) নামে এক নারী।

আদালতে দায়ের করা মামলার সুত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের মৃত আব্দুল হাই এর স্ত্রী মোছা. রেহানা পারভীন রেখার সতীনের মেয়ে মোছা. রওশন আরা বেগম(৩৮) এবং ছেলে মামুন মিয়া(৩৪)। রেখার স্বামীর মৃত্যেুর পর উভয় পরিবারের মাঝে খুবই ভাল সম্পর্ক ছিল। এই সম্পর্কের সুত্র ধরে ২০২১ সালের শেষের দিকে মোছা. রওশন আরা বেগম তার পারিবারিক ব্যাপক সমস্যা দেখিয়ে সৎমা রেখার নিকট থেকে ২লক্ষ টাকা হাওলাত নেয়। এই হাওলাত নেয়া টাকা পরবর্তী ২/৩ মাস পরে ফেরতের অঙ্গীকার করেও যথা সময়ে উক্ত টাকা ফেরত না দিয়ে উল্টো  গত ১ জুলাই/ ২২ তারিখে ওই দুই ভাই বোন মিলে বৃদ্ধা সৎমা রেখার উপর আক্রমণ চালিয়ে বাড়ীঘর ভাংচোর ও লুটপাট করে। এ ঘটনায় বিধবা মোছা. রেহানা পারভীন রেখা বাদী হয়ে রওশন আরা ও মামুন মিয়ার বিরুদ্ধে সিআর আমলী আদালত নালিতাবাড়ী শেরপুর- এ  ৩৭৫/২০২২নং মামলা দায়ের করে। আদালত মামলাটি শান্তিপূর্ণ ভাবে নিষ্পত্তি করার জন্য জেলা লিগ্যাল এইডে হস্থান্তর করেন। পরবর্তীতে জেলা লিগ্যাল এইড কর্তৃপক্ষ বারংবার তাগিদ করা সত্বেও রওশন আরা ও মামুন মিয়া কোন কর্নপাত না করায় উক্ত বিষয়ে জেলা লিগ্যাল এইড অফিসার আদালতে প্রতিবেদন প্রেরণ করা সহ মোছা. রেহানা পারভীন রেখাকে আদালতে আবারো মামলা করার পরামর্শ প্রদান করেন। পরে মোছা. রেহানা পারভীন রেখা বাদী হয়ে গত ৯জুন/২৩ তারিখে মোঃ দঃ বিঃ ৩যড/৪২০/৪০৬/৫০৬(২)/১০৯ ধারা মোতাবেক আরেকটি মামলা দায়ের করে।

এ ব্যাপারে অত্র মামলার বাদী মোছা. রেহানা পারভীন রেখা আদালতের কাছে ন্যায় বিচারের দাবী জানান।