রোজাদার গণের জন্য মাহে রমজানের কিছু সুন্নত আমল

ইসলামঃঃ  রহমত, বরকত আর নাজাতের পয়গাম নিয়ে প্রতি বছরের মত আবারো এলো মাহে রমজান। অশেষ ফজিলতপূর্ণ মাস মাহে রমজান। রোজাদার গণ আল্লাহর প্রিয় বান্দা।  রোজা রেখে এমন কোনো কাজ করা উচিত নয়, যার ফলে মানুষ কষ্ট পেয়ে থাকে। রমজানের রোজা মানুষদের ছোট বড় বিভিন্ন গুনাহ থেকে বিরত রাখে। রোজাদারের উচিত সকল সুন্নত আমল স্বযত্নে অনুসরণ করা। রোজাদারের সুন্নত আমলগুলো হচ্ছে, রোজাদারকে কেউ গালি দিলে অথবা তার সঙ্গে ঝগড়া করলে এর বিনিময়ে তার সঙ্গে ভালো ব্যবহার করে বলবে: ‘আমি রোজাদার’।রোজাদারের জন্য সব চেয়ে বড় নেয়ামত সেহেরি ও ইফতার।সেহেরি ও ইফতার খাওয়া সুন্নত; সেহেরির মধ্যে রয়েছে বরকত। অনতিবিলম্বে ইফতার করা সুন্নত; আর দেরিতে সেহরি খাওয়া সুন্নত।

কাঁচা খেজুর নাপেলে শুকনো খেজুর বা পানি দিয়ে ইফতার করা সুন্নত।বেশি বেশি দোয়া করা মুস্তাহাব রোজাদারের জন্য ।

  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না।
  • ১. ন্যায়পরায়ণ শাসক।
  • ২. রোজাদার; ইফতার করার পূর্ব পর্যন্ত।
  • ৩. মজলুমের দোয়া।’ (মুসনাদে আহমাদ: ৮০৪৩)

ইমাম নববী (রহ.) বলেছেন, রোজাদারের জন্য রোজা পালনের সময় নিজের জন্য, প্রিয় মানুষের জন্য এবং সকল মুসলমানের দুনিয়া ও আখেরাতের গুরুত্বপূর্ণ বিষয়ে দোয়া করা মুস্তাহাব। (আল-মাজমু (৬/৩৭৫)