ময়মনসিংহে মাদক ব্যবসায় সক্রিয় নারীরা

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন নারীরা। ভদ্রবেশে-ছদ্মবেশী প্রায় তিন শতাধিক নারী শহরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। পারিবারিকভাবে অনেকেই স্বামীকে ব্যবসায় সহায়তা করতে গিয়ে মাদক সম্রাজ্ঞী খেতাব পেয়েছেন। শহরের প্রায় শতাধিক পয়েন্টে ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল ব্যবসায় এরা তৎপর।

সূত্র জানায়, শহরের পাটগুদাম, শম্ভুগঞ্জ, বড় বাজার, কেওয়াটখালী, বাকৃবি শেষ মোড়, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, কাঁচিঝুলি, নতুন বাজার, সানকিপাড়া, সানকিপাড়া শেষ মোড়, সেনবাড়ি, তিনকোণা পুকুর পাড়, ব্রাহ্মপল্লী, পুরোহিতপাড়া, কৃষ্টপুর, সেহড়া চামড়া গুদাম, স্টেডিয়াম এলাকাসহ প্রায় শতাধিক স্পট ময়মনসিংহের গুরুত্বপূর্ণ মাদক পয়েন্ট। এসব পয়েন্টে হাত বাড়ালেই হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা মেলে।

প্রায় তিন শতাধিক নারী মাদক ব্যবসায়ী নিরাপত্তার প্রশ্নে উঠতি বয়সী নারীদের দিয়ে মাদক পরিবহনের কাজটি সারছে। মাদক পরিবহনকারী এসব নারীর সংখ্যা শতাধিক বলে জানা গেছে। বোরকা পরে স্কুল-কলেজের ছাত্রী বেশে ব্যাগে করে এরা মাদক আনা নেওয়ার কাজ করেন।

পুলিশ সূত্র জানায়, মাদক ব্যবসায়ী নারীদের অনেকেই পারিবারিকভাবে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। নিজের স্বামীকে মাদক ব্যবসায় সহায়তা করতে এ সর্বনাশী রাজ্যে পা বাড়াচ্ছেন তারা। এরপর সময়ের পরিক্রমায় নিজেও মাদক সম্রাজ্ঞী বনে গেছেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ‘দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা হেরোইন ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এদের ধরা হয়েছে। মাদক আইনে এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ”

কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্র জানায়, গত এক বছরে ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ-শতাধিক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক নারীদের বেশিরভাগ ইয়াবা ও হেরোইন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

ময়মনসিংহ শহরের পুরোহিতপাড়া এলাকার মাদক ব্যবসায়ী সংখ্যা প্রায় ২০ জন । প্রায় তিন বছর আগে ফেনসিডিল নিয়ে পুলিশের হাতে ধরা পড়ার পর তার স্ত্রী এ ব্যবসায় জড়িয়ে পড়েন। এ দম্পতি মিলে এখন পুরোহিতপাড়া এলাকার ফেনসিডিল ব্যবসা নিয়ন্ত্রণ করছেন।

অভিযোগ উঠেছে, পুলিশি ছত্রছায়ায় বছরের পর বছর এসব নারী ব্যবসায়ীরা দিব্যি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পুলিশের দুর্বল চার্জশিটের কারণে এরা ক’দিন জেল খেটে জামিনে ছাড়া পেয়ে আগের ব্যবসাতেই মনোনিবেশ করছেন।

এসব অভিযোগের বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) শাহ কামাল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রায় সময়েই নারী মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হচ্ছেন। ”