ময়মনসিংহে মহানবী (সা.) নিয়ে কটূক্তি করায় পলিটেকনিক ছাত্র গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ত্রিশাল প্রতিদিন:: সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম ও মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করায় ময়মনসিংহ পলিটেকনিক ছাত্রের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে অন্তর সরকার (২০)নামে এক যুবককে গতকাল গ্রেফতার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ।

৩১ শে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আটক ছাত্র ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম বর্ষের শিক্ষার্থী। বাড়ি গাজীপুরের কাপাসিয়ার রামপুর গ্রামের প্রমোদ সরকারের ছেলে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ ত্রিশাল প্রতিদিনকে জানান,ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য সম্বলিত ফেইসবুক মেসেঞ্জারে প্রেরণ করে এই অঞ্চলে বড় ধরনের অঘটন ঘটাতে চেষ্টা করে চলছিলো। জেলা পুলিশ সুপারের নির্দেশে দ্রুত অভিযান চালিয়ে অন্তর সরকারকে গ্রেফতার করা হয়। আটক অন্তরকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।