ময়মনসিংহে নদীতে নিখোঁজ কিশোরী, চলছে উদ্ধার অভিযান

শামিম ইশতিয়াক, ময়মনসিংহঃ  ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে হাসি (১৩) নামে এক কিশোরির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায় আজ (০৬জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহের দক্ষিন কালিবাড়ী এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় হ, পরে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ডুবুরি দল কিশোরিকে উদ্ধারে এক অভিযান পরিচালনা করে কিন্তু কোন খোজ পাওয়া যায়নি, রাত ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করেও ব্যার্থ হয় ডুবুরি দল, পরে অভিযান স্থগিত করা হয়, আগামী কাল (০৭জুন) সকালে আবার উদ্ধার অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।
নিখোঁজ হওয়া হাসি কেওয়াটকালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। হাসি নগরীর কেওয়াটকালী এলাকার মরম আলীর কন্যা।

নিখোঁজ হওয়া হাসির পরিবার দাবি করছে ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলনের কারনে হাসি গোছল করতে নেমে নিখোজ হয়।

উল্লেখ্য দুইমাস আগেও ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে আরও তিনজনের মর্মান্তিক গ্রাণ হানির ঘটনা ঘটেছে, যা কিনা এই অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলনে হওয়া সৃষ্ট গর্তের জন্যেই হয়েছে বলে দাবি করেছেন অনেকেই।