মোদির ছবি শাড়িতে !

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের ভোট শুরু হবে আগামী ১১ এপ্রিল। মোট সাত দফায় ভোট হবে। ভোট গণনা হবে আগামী ২৩ মে। প্রথম দফার ভোট শুরু হবে ১১ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হবে ১৮ এপ্রিল, তৃতীয় দফা ২৩ এপ্রিল। চতুর্থ দফা ২৯ এপ্রিল, পঞ্চম দফা ৬ মে, ষষ্ঠ দফা ১২ মে এবং সপ্তম দফা ১৯ মে। ভোট গণনা ২৩ মে। নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনীতির ময়দান এখন সরগরম। এই হাওয়া লেগেছে, শাড়ির নকশায়ও।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত শাড়ি মিলছে বাজারে। কাটতিও আছে বেশ। এ সব শাড়িতে যুক্ত হয়েছে, মোদি আমলে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের ছবিও। বাংলাদেশে ঈদ বা পূজায় কিরনমালা, পাখিসহ নানা নামের ড্রেসের কদর বাড়ে। তবে, ভারতে মোদি শাড়ি যেন ছাড়িয়ে যাচ্ছে সেই উন্মাদনাকেও।

ভারতের লোকসভা নির্বাচনের আগে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত শাড়ি বাজারে ছেড়েছে ব্যবসায়ীরা। বাহারি ডিজাইনের এই শাড়ি কিনতে এখন ভিড় বেড়েছে ললনাদের। শাড়ি কিনতে আসা এক ক্রেতা বলছেন, এই শাড়িটা সুন্দর। নরেন্দ্র মোদির কারণে শাড়ির সৌন্দর্য আরো বেড়েছে। আমার স্ত্রীও এটি পছন্দ করে।

মুম্বাই ও গুজরাটের কারখানায় তৈরি হচ্ছে এ সব শাড়ি। যা চলে যাচ্ছে সারা ভারতের শোরুমগুলোতে। শাড়িগুলোর গড় দাম পড়ছে, ১ হাজার ৭৫০ রুপি। পানেরি শোরুমের মালিক ভিনোদ গাঁদা বলছেন, শাড়িতে মোদির ছবি, এমন পণ্য নারীরা কিনবে কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলাম না। তবে দেখলাম মেয়েরা বেশ সাহসী। এরইমধ্যে আমার শোরুমে বিক্রি হয়েছে ২ হাজার ২শোটির বেশি শাড়ি। আশা করছি, সামনে এটি আরও বাড়বে।

পাকিস্তানে ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের ছবি সম্বলিত শাড়িও মিলছে, কোথাও-কোথাও। এদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধির ছবি দিয়ে শাড়ি তৈরির ঘোষণা দিয়েছেন, এক কারখানা মালিক।