আবারো ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আর কত ঝরবে তাজা প্রাণ ?

নাজমুল ইসলাম, ভালুুুকা প্রতিনিধি  : শুক্রবার (২৬শে জুলাই ২০১৯ ইং তারিখে ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় আল আমিন (৪০) নামের এক পাগল ব্যাক্তি নিহত হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা হাইওয়ে মহাসড়কের নতুন বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় মর্মান্তিক এ দূর্ঘটনাটি সন্ধা ৭টার দিকে ঘটে।

খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যাক্তিকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।

তবে কোন ঘাতক গাড়িটির চাপায় আল আমিন নিহত হয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। গাড়িটিকে চিহ্নিত করার জন্য পুলিশ সর্বোচ্ছ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বেপরোয়া যানবাহনের চাকায় পিষ্ট হচ্ছে প্রতিদিনই তাজা প্রাণ; সেইসঙ্গে ভেঙে যাচ্ছে অনেক স্বপ্নও। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় সড়কে ঘটছে এমন প্রাণহানির ঘটনা। একের পর এক সড়ক দুর্ঘটনায় দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর পাশাপাশি অনেকে হচ্ছেন পঙ্গুও। কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিলে সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন সচেতনমহল।

২৫ জুলাই, রোজ বৃহস্পতিবার ভালুকায় বাস ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আরো ২জন নিহত হয়েছেন।

সড়কে আর কত ঝরবে তাজা প্রাণ ?