ভারতে করোনার অতিসংক্রামক আরো এক নতুন ধরন শনাক্ত

ভারতে আবারও করোনার নতুন ধরন শনাক্ত

ভারতে করোনার ডাবল ভেরিয়েন্ট নিয়ে এমনিতেই নাজেহাল অবস্থা। তার মাঝে দেশটিতে করোনার আরো এক নতুন ধরনের  শঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, নতুন এই ধরনের ভেতর আবার তিন ধরন আছে, যার মধ্যে অতিসংক্রামক ডেল্টা ধরন নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভারতে নমুনা পরীক্ষার পর পুনের (এনআইভি) গবেষকরা এমনটাই  দাবি করেছে যে, ব্রাজিল ও ব্রিটেন থেকে আসা যাত্রীদের নমুনায় সংক্রামক বি.১.১.২৮.২  করোনার নতুন ধরনের খোঁজ মিলেছে। ব্রিটেন স্ট্রেইন ও কভিডের বি.১ ধরনের সংমিশ্রণে নতুন এই স্ট্রেইনের উৎপত্তি হয়েছে কি না তা এখনো জানা যায়নি। পরীক্ষা-নিরীক্ষা চলছে। ধারণা, এটি ডি৬১৪জি ভেরিয়েন্টেরই কোনো পরিবর্তিত রূপ হতে পারে।