বিশ্বকাপ এখন ঢাকায়

ফিফা বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি ঢাকায় এসেছে। বুধবার ০৮ জুন বেলা সোয়া ১১টার দিকে পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছায়। ০৯ জুন বৃহস্পতিবার দেখার সুযোগ পাবেন সাধারণ মানুষ।ফিফার ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ট্রফিটি নিয়ে আসে ।

বাফুফে’র সাধারণ সম্পাদক নাঈম সোহাগ জানিয়েছেন, আজকে ট্রফি প্রদর্শনী নেই। আজকে শুধু বঙ্গভবন ও গণভবনে ট্রফি যাবে। পরের দিন বিকেলে আর্মি স্টেডিয়ামে কনসার্ট হবে। সেই কনসার্টে জনসাধারণের প্রবেশ থাকলেও ছবি তোলার সুযোগ থাকবে সীমিত। কনসার্টে ট্রফি উন্মুক্ত থাকবে।

সর্বশেষ ২০১৩ সালে বিশ্বকাপ ট্রফি নিয়ে ঢাকায় এসেছিল ফিফা। আট বছর পর বিশ্বকাপের স্বপ্নের সোনালী ট্রফি বাংলাদেশে আসছে আবার।