ফুলবাড়ীয়ায় গরুহাটে মহিষের আক্রমনে নিহত ১ আহত ১০

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলা পৌর সদরের গরুর হাটে মহিষের আক্রমনে ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার বিকালে গরুর হাটে জৈনক কসাই একটি মহিষ হাটে আনলে হাতে থাক দড়ি ছুটে গিয়ে এলোপাথারী আক্রমন করতে থাকে। মহিষের আক্রমনে সানোয়ার হোসেন (৭৫) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নেওয়ার পর (সন্ধ্যা সোয় ৬টার দিকে) কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মোঃ জুলহাস হোসেন (৪০), মোঃ মুকুল মিয়া (৩৫) অজ্ঞাত সহ অন্তত ১০জন আহত হয়। আহতদেরকে তাৎক্ষণিক ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকপেক্সে ভর্তি করা হয়েছে।
ইজারাদার ও ওয়ার্ড কাউন্সিলর ছফর আলী বুলু বলেন, কোন এক কসাই এ মহিষ বাজারে এনেছিলেন। মহিষটি হাতের দড়ি ছুটে এলোপাথারী দৌড়া-দৌড়ি শুরু করলে মানুষের আতংক সৃষ্টি হয়ে এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন উপজেলার জোরবাড়ীয়া উত্তরপাড়ার মৃত শামছুল হকের ছেলে। মহিষটি ধরার জন্য ফুলবাড়ীয়া ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। এই নিউজ লেখা পর্যন্ত রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।