পুনরায় স্থাপন করা হল আকাশবীণার খুলে যাওয়া র‌্যাফট

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: খুলে যাওয়া র‌্যাফট পুনরায় স্থাপন করার পর সম্পূর্ণ ধারণক্ষমতায় যাত্রী নিয়ে পুনরায় চলাচল শুরু করেছে নতুন ড্রিমলাইনার আকাশবীণা। বিশেষজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে বিমানটি চলাচলের উপযোগী করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান।

এদিকে, ড্রিমলাইনার আকাশবীণার জরুরি বহির্গমন দরজা ভেঙ্গে পড়ার বিষয়টি গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

বৃহস্পতিবার বোয়িংয়ের আকাশবীণা বিমানটি পরিদর্শনে এসে তিনি বলেন, কর্মরত প্রকৌশলীর অসাবধানতায় দরজার ইমার্জেন্সি বাটনে চাপ পড়ায় এ ঘটনা ঘটে। পরে, গণমাধ্যমকে বাংলাদেশ বিমান নিশ্চিত করে, আজ থেকেই নির্ধারিত রুটে আকাশবীণায় ভ্রমণ করতে পারছেন যাত্রীরা।