পদ্মা সেতু পরিদর্শনে রাষ্ট্রপতি

ত্রিশাল প্রতিদিন ডেস্ক: পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি পরিদর্শন করতে দুই দিনের সফরে মুন্সীগঞ্জ পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার দুপুর ১টা ৪৭ মিনিটের দিকে তিনি সেখানে পৌঁছান। এর আগে ঢাকা থেকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সার্ভিস ‘এরিয়া-১’ এ অবতরণ করে। লৌহজং থানার ওসি আনিসুর রহমান এই খবর নিশ্চিত করেন।

জানা গেছে, রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার পর তিনি দুপুরের খাবার খাবেন। বিকালে জাজিরা প্রান্তে যাবেন।

এর আগে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ পরিদর্শনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মাওয়া প্রান্তে যাবেন। পদ্মা নদীতে সি-বোটে সেতু নির্মাণের কর্মযজ্ঞ পরিদর্শন করবেন। দুপুরে সার্ভিস ‘এরিয়া-১’ এ খাওয়া-দাওয়া করে বিকালে নদীপথে জাজিরা প্রান্তের সেতুর কর্মযজ্ঞ পরিদর্শন করবেন। তিনি রাতে জাজিরা প্রান্তের সার্ভিস ‘এরিয়া-২’-তে থাকবেন। পরে ৩ এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা দেবেন।