ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩,ঘটনাস্থলে কন্যা সন্তানের জন্ম

মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মহাসড়ক সংলগ্ন মাছের আড়ৎ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় স্বামী, অন্তসত্তা স্ত্রী ও সস্তান সহ ঘটনারস্থলেই তিনজন নিহত হয়েছেন।

অলৌকিক ভাবে ভূমিষ্ঠ হয়েছেন এক নবজাতক ফুটফুটে এক কন্যা সন্তান। নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের ফকিরবাড়ী এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে জাহাঙ্গীর (৪২) তার স্ত্রী রত্না বেগম (৩০) ও কন্যাসন্তান সানজিদা (০৬)। নিহত জাহাঙ্গীর আকিজ সিরামিক্স এর ঠিকাদারের ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলো।

উল্লেখ্য- শনিবার (১৬ জুলাই) দুপুর সোয়া ২টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্টো-ট ২০-৩৫৮০) একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং অন্তসত্তা মহিলার পেট ফেটে নবজাতক এক কন্যা সস্তান ভূমিষ্ঠ হয়। পরে ত্রিশাল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে এনে নবজাতক শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে। এ বিষয়ে ত্রিশাল থানার এসআই সেকান্দর জানান, ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছেন ঘাতক ট্রাকটিকে আটক করে থানার হেফাজতে আনা হয়েছে।