ত্রিশালে সরকারি খাল ভরাট করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর চরপাড়া আংড়া বিলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া শত বছরের পুরনো নাওধারা খাল সরকারের মহত উদ্ধোগে ২০১৯সালে পূর্ণ খনন কাজ শুরু হয়ে প্রায় সমাপ্তির পথে।  এই খালটি দীর্ঘদিন যাবত খনন কাজ বন্ধ থাকার কারণে ভরাট হয়ে খালটি অচল অবস্থায় ছিলো। যার ফলে উজানে বাগুনিয়া বিলে পানি জমে থেকে কৃষকের ফসল নষ্ট হয়েযেতো।  এই খালটি পূর্ণ খনন করা হলে বাগুনিয়া বিল ও আংড়ার বিলের পানি খুব সহজেই নিষ্কাশন হবে, এতে কৃষকের ফসল ফলাতে কোন অসুবিধা হবে না।

সরকারের এই মহত পরিকল্পনার বাধা হলেন, স্থানীয় ফজলুল হক নামের এক ব্যক্তি। তিনি খালের পাহারকে নিজের সম্পদ দাবী করে কেটে সমস্ত মাটি খালে ফেলে দিয়েছেন।

১৮আগস্ট স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, ফজলুল হকের এখানে কোন সম্পদ নেই। যেটুকু ছিল অনত্র বিক্রী করে দিয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।