ত্রিশালে সরকারি কর্মকর্তার যোগদান বাতিলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাবেক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ২০১৮ সালে ত্রিশাল উপজেলায় কর্মরত থাকাকালীন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মোতালেব সহ একাধিক মুক্তিযোদ্ধাদের অকথ্য, অশ্লীল ভাষায় গালিগালাজ করায় সরকারি কর্মকর্তা শাহাদাত হোসেনকে পুনরায় ত্রিশালে যোগদানের আদেশ প্রদান করায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান।

২২ জানুয়ারি (রবিবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ- ৭১ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন সহ শতাধিক মুক্তিযোদ্ধাগণ।

মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধাগণ ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এর কাছে শাহাদাত হোসেন এর যোগদানের আদেশ বাতিলের জন্য স্মারকলিপি প্রদান করেন।