ত্রিশালে ভিজিএফ বিতরণে গরীবদের প্রশংসায় গোলাম মোহাম্মদ বাদল

ফকরুদ্দীন আহমেদ, নিজস্ব প্রতিবেদক : ময়সিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহায় সরকারের বরাদ্ধকৃত ভিজিএফ কার্ডের চাউল বিতরনে গরীবদের মাঝে স্বচ্ছতা ও সহানুভূতির মাধ্যমে চাউল বিতরনে উপকারভোগীরা আনন্দে উৎফুল্ল হয়ে ধন্যবাদ জানালে গরীবের ভালোবাসায়  সিক্ত হলেন, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল। এবারে ঈদ উল আযহা উপলক্ষে বালিপাড়া ইউনিয়নে  ৭৩৩৫ জন গরীর দুস্থ মানুষের  জন্য ১৫কেজি চাউল বরাদ্ধ হলে এই চেয়ারম্যান ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে দুস্থ অসহায় গরীব  সনাক্ত করে  ভোটার আইডি কার্ডের মাধ্যমে চাউল বিতরণের তালিকা প্রনয়ন  করেন। পরে এই তালিকা দেখে দেখে প্রতি ব্যক্তির জন্য ১৫কেজির ১টি করে কার্ড বরাদ্ধ করে আই ডি কার্ডের ছায়ালিপি সহ ভিজিএফ কার্ড বুঝিয়ে পেয়ে  চাউল বিতরন করে নজির সৃষ্টি করেন। বালিপাড়া ইউনিয়ন জুড়েই গরীবদের মাঝে অন্য এক অনুভতি দেখা গেছে। এই চাউল বিতরনে ইউনিয়ন সচিব কামাল হোসেনের অক্লান্ত পরিশ্রমে সুন্দর ও শৃঙ্খলা মধ্যদিয়ে চাউল বিতরণ হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস উদ্দিন চাউল বিতরণীর তদারকি দায়িত্বে ছিলেন।