ত্রিশালে বিদ্যালয়ের মাঠে পিচ পোড়ানোর চুল্লি পরিবেশ দূষণ 

(ত্রিশাল বিদ্যালয় মাঠে পিচ পোড়ানো দূষিত দৃশ্য)
(ত্রিশাল বিদ্যালয় মাঠে পিচ পোড়ানো দূষিত দৃশ্য)

ফজলে রশীদ, ত্রিশাল (ময়মনসিংহ) থেকেঃ ত্রিশালের একটি বিদ্যালয় মাঠে চুল্লি বসিয়ে রাস্তার কাজের পিচ পুড়িয়ে পাথর মেশানোর ফলে কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো বিদ্যালয়।

এলাকাবাসী জানায়, গত এক সপ্তাহ ধরে ত্রিশালের মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের পাশেই চলছে রাস্তার কাজ। এ রাস্তার ঠিকাধারী কাজের সকল বালু,পাথর, পিচ ও চুল্লি স্থানান্তর করা হয়েছে বিদ্যালয় মাঠে। পাশেই কাটা ধান ক্ষেতের খালি জায়গা থাকা সত্বেও  প্রতিদিন বিদ্যালয় মাঠে পোড়ানো হচ্ছে পিচ ও পাথর। পিচ পোড়ানো কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো বিদ্যালয় এলাকা। মারাত্মক এ পরিবেশ দূষণ কবলে স্কুল স্টাফ ও ছাত্র-ছাত্রীদের করোনাকালীন ঝুঁকির মধ্যে অবস্থান করতে হচ্ছে অত্র বিদ্যালয়ে। প্রধান শিক্ষকের সাথে এ বিষয়ে কথা হলে তিনি নিরুপায় বলে জানান। এলজিআরডির উপ- প্রকৌশলী শওকত আলী খান বলেন, এটা তাদের দেখার বিষয় নয়। এটা সংশ্লিষ্ট ঠিকাদারের বিষয়। এলাকার অভিভাবকরা জানান, তাঁদের স্কুল পড়োয়া ছেলেমেয়েদের এ পরিবেশ দুষণের কারণে করোনাসহ যে কোন ধরণের রোগ বালাইয়ের শিকার হলে এর দায়ভার কে বহন করবে ।