ত্রিশালে ট্রেন থেকে পড়ে আহত হওয়া কিশোরের পরিচয় মিলছে না

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ময়মনসিংহের ত্রিশালে ট্রেন থেকে পড়ে এক কিশোর আহত হওয়ার চারদিনেও তার পরিচয় মেলেনি। আনন্দ মোহন কলেজের কয়েকজন শিক্ষার্থী তার চিকিৎসা চালিয়ে গেলেও তার অভিভাবকদের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় সময় যাচ্ছে তাদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েও পরিচয় মিলছে না সেই কিশোরের। সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার সময় উপজেলার ধলা স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন ১৪ বছর বয়সী অজ্ঞাত এক কিশোর।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই কিশোরের কোনো অভিভাবক না থাকায় রক্তদান স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা সরকারি আনন্দমোহন কলেজের মাহফুজ, আব্দুলাহ আল মুনতাসির ও রুমডো ইন্সটিটিউটের সানজিদা চিকিৎসার দায়িত্ব নেন।

শিক্ষার্থীরা হাসপাতালে কিশোরের চিকিৎসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালালেও এখনও তার পরিচয় মেলেনি। কর্তব্যরত চিকিৎসক জানান, কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিয়ে যাচ্ছি।

আনন্দ মোহন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাহ্ফুজুল আলম জানান, আমরা অসহায় রোগীদেরকে রক্তদানসহ সাধ্যমতো সেবা দিয়ে থাকি। মঙ্গলবার সন্ধ্যায় এ কিশোরটিকে এলাকাবাসী হাসপাতালে নিয়ে আসলে তার কোনো অভিভাবক না থাকায় এখন পর্যন্ত আমরা দেখভাল করে যাচ্ছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও এখনও কিশোরের অভিভাবকের কোনো খোঁজ মেলেনি।