ত্রিশালে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের ইইসকস সংস্থার বৃত্তি প্রদান

ত্রিশালে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের ইইসকস সংস্থার বৃত্তি প্রদান

এস.এম.জামাল উদ্দিন শামীম:: ময়মনসিংহের ত্রিশালে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইহসানুল ইয়াতামা সমাজ কল্ল্যাণ সংস্থার উদ্যোগে (ইইসকস) বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার ১৫ ফেব্রুয়ারি সকালে পৌরসভা সদরের ধানীখোলা রোড সংলগ্ন ইইসকস অফিস কার্যালয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সংস্থার সভাপতি প্রফেসর ড.মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল ইসলাম,ভাইস চেয়ারম্যান শারমিন মাহবুব,ইইসকস সহ সভাপতি মোঃ জয়নাল আবেদীন,যুগ্ন সম্পাদক রবিন বরকত উল্লাহ, ইয়ামিন বেগম,এনপিএস ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম মাহবুবুল আলম,সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ মোঃহাবিবুর রহমান,প্রকৌশলী মোঃ মোনোয়ার হোসেন(রুবেল), মুহাম্মদ শরাফত আলী মন্ডল,মোঃ রুহুল আমীন বাদল প্রমুখ।

জানাযায় গেছে,২০১৫ সালে ধুরধুরিয়া আলিম মাদ্রাসার তদানিন্তন অধ্যক্ষ মরহুম মাওলানা আব্দুল মতিনকে(যিনি সংস্থার নামকরণ করেন)সভাপতি করে প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড.মোঃ রুহুল আমিনের প্রচেষ্টায় তার পরিবারিক অর্থানুকূল্যেই এই প্রতিষ্ঠানের যাত্রারম্ভ হয়। প্রতিষ্ঠানটি শুরু হলেও এলাকায় নিবেদিত জনশক্তির ঘাটতির করণে পরবর্তীতে দপ্তর ত্রিশাল সদরে নিয়ে আসা হয়। চলতি বছরের শুরুতে ১৩২ জন দরিদ্র অসহায় ইয়াতিম শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। যেসকল শিক্ষার্থীর বয়স ৫-১৫ বছর পর্যন্ত শুধু তারাই এ বৃত্তির অন্তর্ভুক্ত।

একজন দরিদ্র ইয়াতীম অসহায় সন্তান লেখাপড়া করে সমাজে আত্ম সম্মান নিয়ে প্রতিষ্ঠা লাভ করতে সমাজের দায়িত্বশীল বৃত্তবান আগ্রহী দাতাগোষ্ঠীর প্রতি মহতি কাজে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবৃন্দ।