কাতারে রেকর্ড পরিমান শীলাবৃষ্টি

মিসাঈদ এলাকার শিলাবৃষ্টির ছবি

জাকারীয়া খালিদ:: গতরাতে কাতারের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে এবং আবহাওয়া অধিদফতরের মতে আগামীকাল পর্যন্ত ভারি বৃষ্টি সেইসাথে বজ্রপাত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

কাতারের আবহাওয়া অধিদফতর (কিউএমডি) জানিয়েছে, মেসেইদ শহরে সর্বাধিক ৩৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, দোহার ১১.২ মিমি এবং আল ওয়াকরা ১৮.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ৮.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় মিসাঈদ এলাকার শিলাবৃষ্টির ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা গেছে অনেককে। মিসাঈদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটি কারখানার ভিতরে তোলা একটি ভিডিওতে প্রচুর শিলাবৃষ্টি দেখা গেছে।

এদিকে, কিউএমডি তাদের প্রতিদিনের প্রতিবেদনে জানিয়েছে যে, আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া উপকূলভাগ মেঘলা এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা সহ বেশ কয়েক জায়গার আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে ধুলি ঝড় বয়ে যাওয়ারও সম্ভবনা আছে।