করোনা কালীন মানবিক যোদ্ধা সম্মাননা পেলেন আছাদুল্লাহ (আসাদ)

মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য ও সফল চেয়ারম্যান মোঃ আছাদুল্লাহ (আসাদ)।

যিনি “বিশ্ব মহামারী করোনা ভাইরাস”এর শুরু থেকে ধানীখোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিরলসভাবে কাজ করে গিয়েছেন।বিভিন্নভাবে ইউনিয়নের সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১নং  ধানীখোলা ইউনিয়নবাসী কে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, নিরাপদ দূরত্ব এবং করোনা কালীন সময়ে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলাকালীন সময়ে ধানীখোলা ইউনিয়নের কর্মহীন হয়ে পরা গরীব ও অসহায় মানুষের শতভাগ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার প্রকৃত অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিতরণ করার স্বীকৃতিস্বরুপ নন্দিত আরাধনা, ময়মনসিংহ কতৃক আয়োজিত করোনা কালীন মানবিক যোদ্ধা সম্মাননা পেলেন মোঃ আছাদুল্লাহ আসাদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকরামুল হক টিটু, মাননীয় মেয়র,ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে নন্দিত আরাধনা ময়মনসিংহ-এর সম্মানিত উপদেষ্টাগণ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।