কাতারের ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের জন্য সুখবর!

কাতারে নানাবিধ পেশার কর্মচারী, যাদের জন্য ড্রাইভিং লাইসেন্স গ্রহণের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু এই বন্ধ প্রক্রিয়াটি সহসাই তুলে দেয়া হবে। ফলে যারা ড্রাইভিং লাইসেন্সের প্রত্যাশা করছেন, কিন্তু ভিসাতে ভাল প্রফেশন না থাকার কারণে লাইসেন্স নিতে পারছেন না, তাদের জন্য সুখরব।

কাতারের ইংরেজী দৈনিক পেনেনসুলা জানাচেছ যে, কাতার মরুর এর প্রধান ব্রিগেডিয়ার মুহাম্মদ সা’দ আল খারজি জানিয়েছেন, কাতারে নানাবিধ পেশার মানুষের জন্য ড্রাইভিং লাইসেন্স গ্রহণে যে নিষেধাজ্ঞা জারী করা হয়েছিল, তা কোন স্থায়ী নিষেধাজ্ঞা নয়। বরং কাতারের সর্বত্র রাস্তা ও বিল্ডিং এ নির্মাণ কাজ চলাতে সারা দেশে ব্যাপক ট্রাফিক জ্যাম দেখা দিয়েছে। তার থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা সাময়িক ভাবে গ্রহণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে যথা সময়ে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে।