কাতারে আরেকটি নতুন আইন পাশ

গতকাল কাতারের আমি শেখ তামিম বিন খলিফা আল থানী নতুন একটা আইনে স্বাক্ষর করেছেন। সুন্দর ও পরিচ্ছন্ন একটা দেশ উপহার দিতেই আমিরের এই পদক্ষেপ। আসনু জেনে নিই কি আছে নতুন পাশ করা এই আইনে।

** বাসার ময়লা আবর্জনা, ময়লার ব্যাগ, উচ্ছিষ্ট খাবার অথবা বেদরকারী ছিড়া কাগজ-যদি আপনি বাসার সামনে ফেলে রাখেন অথবা রাস্তায় ফেলেন অথবা কোন পাবলিক প্লেইসে ফেলেন, তাহলে আপনাকে গুনতে হবে ৩০০ কাতারী রিয়াল জরিমানা।

** জনসাধারণের চলাচলের রাস্তায় যদি আপনি খারাপ পানি প্রবাহিত করেন, তাহলে আপনাকে গুনতে হবে ৩০০ কাতারী রিয়াল জরিমানা।

** অনুমোদিত জায়গা নয়, এমন স্থানে যদি আপনি গাড়ী বা কোন মেকানিকেল বস্তু ওয়াশ করেন, তাহলে আপনাকে গুনতে হবে ৩০০ কাতারী রিয়াল জরিমানা।

** টিস্যু পেপার, বজ্য, কোল ডিংক এ ক্যান বা যে কোন ধরণের আবর্জনা চলাচলের সময় যদি পাবলিক প্লেইসে ফেলেন, তাহলে আপনাকে গুনতে হবে ৫০০ কাতারী রিয়াল জরিমানা।

** কারপেট, কম্বল, কাপড় ইত্যাদি যদি জানালার বাহিরে বা বেলকনিতে ঝুলিয়ে দেয়া হয় রোদে শুকানোর উদ্দেশ্যে, আর যদি তা রাস্তা থেকে বা কোন পাবলিক প্লেইস থেকে দেখা যায়, তাহলে আপনাকে গুনতে হবে ৫০০ কাতারী রিয়াল জরিমানা।

** গাছ অথবা বাগান পরিস্কারের পর ফেলা আবর্জনা যদি রাস্তায় বা পাবলিক প্লেইসে রাখা হয়, তাহলে আপনাকে গুনতে হবে ৫০০ কাতারী রিয়াল জরিমানা।

** গৃহস্তালি আবর্জনা, বজ্য, ময়লার ব্যাগ বা ক্যান যদি কোন পাবলিক স্টোর বা দোকান বা নির্দিষ্ট ময়লার বক্স ছাড়া অন্য কোথায় ফেলা হয়, তাহলে আপনাকে গুনতে হবে ৫০০ কাতারী রিয়াল জরিমানা।

** উচ্ছিষ্ট খবার যদি কোন গার্ডেনে ফেলে রেখে আসা হয় অথবা ফেলে দেয়া হয়, হতে পারে তা সমুদ্র সৈকতে বা কোন পাবলিক প্লেইসে বা কোন খোলা জায়গায়, তাহলে আপনাকে গুনতে হবে ৫০০ কাতারী রিয়াল জরিমানা।

** কোন স্কায়ার, রোড, স্ট্রীট, লাইন, সাইড লাইন বা পথ চলা রাস্তায় অথবা পাবলিক পার্কিং এলাকাতে দীর্ঘ সময় যদি গাড়ী রাখেন বা পুরাতন কোন মেশিনারীজ রাখেন, তাহলে আপনাকে গুনতে হবে ১০০০ কাতারী রিয়াল জরিমানা।