ময়মনসিংহ প্রশাসনের নজিরবিহীন নিরাপত্তায় নির্বাচন অনুষ্ঠিত

আরিফ রববানী,ময়মনসিংহঃ নজিরবিহীন কঠোর নিরাপত্তার বলয়ে ভোট কেন্দ্রগুলো ছিলো সুরক্ষিত। পুলিশ, র‌্যাব ও বিজিবি’র কড়াকড়ির মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্সেরও টহল ছিলো নির্বাচনী এলাকায়। ফলে কঠোর অবস্থানের পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকায় ময়মনসিংহ সদর উপজেলার ৯নং খাগডহর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। বৃহস্পতিবার (১৬মার্চ) সদর উপজেলার খাগডহর ইউনিয়নের উপনির্বাচনের ভোট গ্রহণ হয়।

ভোট গ্রহণের আগ পর্যন্ত ভয় ও আতঙ্ক থাকলেও নির্বাচন শেষ পর্যন্ত উৎসবমুখর হয়ে ওঠে। অনেক কেন্দ্রে ভোটারদের সারিবদ্ধভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এমনও অনেক কেন্দ্র ছিলো যেখানে দিনের শুরুতেই ছিলো ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে প্রচুর সংখ্যক নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। অনেক কেন্দ্রে বয়স্ক ভোটারদের অন্যের কোলে চেপে ভোট দিতে আসার দৃশ্যও চোখে পড়ে। কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতদের সেখানে অলস সময় পার করতে দেখা যায়। গতকাল দুপুরের দিকে ইউনিয়নের ৬৫নং মাইজবাড়ী (১) সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছিলো পুরোপুরি ভোটার উপস্থিতি।

কেন্দ্র কেহ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাৎক্ষণিক অ্যাকশন নেয় পুলিশ। কঠোরভাবে বিশৃঙ্খলা দমনে তাৎক্ষণিক অ্যাকশন নেয় তারা। সকাল থেকেই সেখানকার ভোট কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি ছিলো অনেক। নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে ভোট দেন। সকাল থেকেই ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদারে মাঠে দায়িত্ব পালন করেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ, স্ট্রাইকিং ফোর্সের সদস্যগণসহ থানার অন্যান্য অফিসাররা।

নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বাদল ৩৬১৮ পেয়ে অপর স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীক খাইরুল আলমকে পরাজিত করে নির্বাচিত হন। খায়রুল আলম ৩৫৫০ পেয়ে পরাজিত হন। অন্যান্যদের মাঝে নৌকা প্রতীক নিয়ে মাহমুদুল হক কামরুল ৩২৬০ ভোট,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে আবুল হোসেন পেয়েছেন ২৩০ভোট,স্বতন্ত্র প্রার্থী আব্দুল গণি সরকার (চশম) পেয়েছে ২১৪ ভোট,শাহাদাৎ হোসেন (ঘোড়া) পেয়েছে ২৭৫৭ ভোট,সাদ্দাম হোসেন (অটোরিক্সা) পেয়েছেন ১৭৬৮ভোট।