মোঃ কামাল হোসেনঃ ময়মনসিংহের ত্রিশালে সরকারি এতিমখানার শিশুদের মানবেতর জীবনযাপন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে এতিম শিশুরা। ত্রিশালের ধলার সরকারি আশ্রয় কেন্দ্র ও এতিমখানায় ভাগ্যের বিরূপ আচরণে ঠিকানা হয় এ শিশুদের। ভাগ্য বিরম্বনায় আশ্রয় জুটলেও জুটেনি তিন বেলা তিন মুঠো খাবার আর চিকিৎসা সেবা পোশাক সে তো বহুদূর। এভাবেই অবহেলা আর অনাদরে চিকিৎসা আর খাদ্যের অভাবে স্বাস্থ্য ঝুঁকি চরমে। অপরিষ্কার অপরিচ্ছন্ন নিন্মমানের আবাসন ব্যবস্থায় চিকিৎসা ও খাদ্যের অভাবে অনেক শিশুর মৃত্যুর খবর নীরবেই চেপে যায় দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারী।সরকারি বাজেট- বরাদ্দের ঘাটতি না থাকলেও অসাধু দূর্নীতিবাজ কর্মকর্তারা এসব এতিম শিশুদের ভাগ্য লুটে নিজেদের ভাগ্য গড়ছেন বলে জানায় স্থানীয়রা।
ইতিপূর্বে প্রকাশিত প্রতিবেদনের তদন্তের ফাইল অদৃশ্য ধোলায় চাপা পড়ে আছে হয়তো। বিবেকের তাড়নায় কেউ একজন মহামানব হয়ে এই এতিম শিশুদের পাশে দাঁড়াবে হয়তো একদিন। মানবতার জায়গা থেকে সেচ্ছায় চিকিৎসারাও এদের পাশে দাড়িয়ে মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন এমটাই প্রত্যাশা।