ভালুকা প্রতিনিধিঃঃ তফসিল’ অনুসারে’ আগামী’ ৩০ জানুয়ারী ময়মনসিংহে’র ভালুকা’ পৌর সভা’র নির্বাচন অনুষ্ঠিত’ হওয়া’র কথা।তফসিল ঘোষণা’র আগে’ থেকেই’ ভালুকা’ পৌর’ এলাকায় বিরাজ’ করছে’ নির্বাচনী’ আমেজ। ইতোমধ্যে’ পৌর নির্বাচনে’র সম্ভাব্য’ মেয়র, কাউন্সিল’র ও সংরক্ষিত’ মহিলা’ কাউন্সিল’র প্রার্থীগণ’ পৌর’ সভা’র বিভিন্ন’ জায়গায়’ দোয়া’-সমর্থন চেয়ে’ নিজে’র প্রার্থীতা’ জানান’ দিয়েছেন।
এদিকে, নির্বাচন নিয়ে আলোচনা চলছে পৌর এলাকা’র বিভিন্ন’ মোড়ে’র চায়ে’র স্টল’, মুদি’ দোকান’সহ বিভিন্ন’ আড্ডাস্থলে। ওইসব’ আলোচনায়’ কাউন্সিল’র ও সংরক্ষিত মহিলা’ কাউন্সিল’র পদে’র সম্ভাব্য’ প্রার্থীদে’র চাইতে’ প্রাধান্য’ পাচ্ছে’ বড়’ দুই’ রাজনৈতিক’ দলে’র মনোনয়ন’ নিয়ে। বর্তমানে’ পৌরসভা’ জুড়ে’ মুলতঃ আলোচনা’ একটাই, ‘ভালুকা’ পৌরসভা’ নির্বাচনে’ বড়’ দুই দল’ থেকে’ কে কে হচ্ছেন মেয়র’ প্রার্থী?
তবে, দলীয় মনোনয়ন প্রত্যাশীরা তাকিয়ে আছেন ঢাকার দিকে। অধীর’ আগ্রহে’ তারা’ অপেক্ষা’য় আছেন’ কেন্দ্রী’য় ঘোষণা’র জন্য। অনেকেই’ আবার’ কেন্দ্রী’য় নেতাদের সাথে’ নিয়মিত’ যোগাযোগ’ রক্ষা’ করে’ লবিং’ করছেন। নিজের’ অবস্থান’ তুলে’ ধরে’ তাদের’ মনজয়ে’র চেষ্টা’ করছেন’ দলীয়’ মনোনয়নে’র জন্যে।
এদিকে, আওয়ামী’ লীগ’ থেকে’ সম্ভাব্য’ মেয়র’ প্রার্থী’ হিসাবে’ আলোচনায় আছেন- উপজেলা’ আওয়ামী’ লীগে’র স্বাস্থ্য’ বিষয়ক’ সম্পাদক’ বর্তমান’ মেয়র “ডা. একেএম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম”, উপজেলা’ মুক্তিযোদ্ধা’ সন্তান’ কমান্ডের’ সভাপতি’ “সাদিকুর রহমান তালুকদার”, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক “সালাউদ্দিন সরকার”, আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার “মাসুদ পারভেজ”, পৌর যুবলীগের সভাপতি “আলমগীর হোসেন সোহেল”।
ভালুকা’ পৌর’ আওয়ামী’ লীগের’ সাধারণ’ সম্পাদক “আবদুর রশিদ মাস্টার” বলেন, ‘পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলী’য় মনোনয়ে’র জন্য পাঁচজনে’র নামের তালিকা উপজেলা’ আওয়ামী’ লীগের’ মাধ্যমে’ অনেক’ আগেই’ জেলায়’ পাঠানো’ হয়েছে।
বিএনপি থেকে রয়েছেন উপজেলা’ বিএনপির’ সাবেক’ প্রচার’ সম্পাদক’ ও গত নির্বাচনে’ বিএনপি’ দলীয়’ মেয়’র প্রার্থী “আলহাজ্ব হাতেম খান”, পৌর’ বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত’ সাধারণ’ সম্পাদক’ ও জেলা’ বিএনপির’ সদস্য “আহসান উল্যাহ খান রুবেল”।’
উপজেলা’ বিএনপি’র সাবেক’ সভাপতি’ ফখর’ উদ্দিন’ “আহাম্মেদ বাচ্চু” বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়েনর জন্য কেন্দ্রীয় গাইডলাইন অনুসারে প্রার্থী তালিকা প্রনয়ন করে অচিরেই জেলায় পাঠানো হবে।’