ত্রিশালে হিন্দু দুই পরিবারের মাঝে জায়গা নিয়ে বিরোধ

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশাল কাঁঠাল ইউনিয়নের নলচিড়া গ্রামের হিন্দু সম্পদায়ের দুই পরিবারের মাঝে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছে গাছ কর্তন টিন দিয়ে বেড়া নির্মাণ করেছে এক পক্ষ।১১নভেম্বর বুধবার এই ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, স্থানীয় মৃত হরেন্দ্র চন্দ্র বর্মনের সন্তান মানিক চন্দ্র বর্মন ও তার ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ তাদের পৌতিক সম্পতিতে বসবাস করে আসছিল। সাম্পতিক সময়ে ওয়ারিশ সূত্রে হরিরাথ বর্মনের সন্তান প্রফোল্ল গংরা তাদের ওয়ারিশ জমি দাবী করে টিন দিয়ে বেড়া নির্মাণ করে কিছু গাছের চারা কর্তন করে একটি ঘর তুলে নিয়েছেন। এমতাবস্থায় উভয় পক্ষের লোকজন জায়গাটির দাবীদার বলে বড় আকারের কোন্দল সৃষ্টি করে চলছেন।

এবিষয়ে মানিক বর্মনের সাথে কথা বললে তিনি জানান, প্রফোল্ল গংরা বহিরাগত কিছু লোক নিয়ে তাদের দখলীয় জায়গাতে গাছ ও একটি ঘর ভেঙ্গে দিয়ে টিন দিয়ে বেড়া দিয়ে একটি ঘর তুলে ফেলেছেন। পরে দখল নেওয়া প্রফোল্ল ও তাদের লোকজনের সাথে কথা বললে তারা জানান, তাদের নামজারীকৃত জায়গাতেই তারা টিনের বেড়া ও ঘর তুলেছেন।