আমারে একটা ঘর লইয়া দিবাইন-আকুতি পঙ্গু জুবেদা বেওয়ার

শফিউল আজম বিপুঃঃ আমারে একটা ঘর লইয়া দিবাইন- এ আকুতি পঙ্গু জুবেদা বেওয়ার  (৮০)। এ বৃদ্ধার নাই কোন ভিটে মাটি বা ঘর। থাকে অন্যের বাসা বাড়ীর পরিত্যক্ত ঘরে। শেখ হাসিনার উপহার একটি ঘর তার খুব দরকার। পঙ্গু হলেও পায় না পঙ্গু ভাতা, পায় বিধবা ভাতা। সারা জীবন বসে বসে হাটলেও কেউ দিল না হুইল চেয়ার। ভিক্ষে করেই খেয়ে না খেয়ে কাঁটছে তার জীবন।

শেষ বয়সে সে একটা ঠিকানা চায়। চায় আশ্রয়। কতজনের কাছে দিল ধন্না। কেউ দিল না ঠাঁই। দূর দূর করে তাড়িয়ে দেয় সবাই- বলেই কাঁন্নায় আমার পা জড়িয়ে ধরে। আমারও খুব কষ্ট হলো। সে আমাদের প্রতিবেশীর মতো। জন্মের পর থেকেই তাকে দেখছি কিন্তু কখনও ভাবিনি তাকে নিয়ে। আমারও কাঁন্না আসলো। আমার সাধ্য কম তাই সবার সহযোগীতা চাই এই বৃদ্ধা পঙ্গু মায়ের জন্য।