ত্রিশাল দুখু মিয়া বিদ্যানিকেতনের এই হাল
এস.এম ফজলে রশীদঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত দুখু মিয়া বিদ্যানিকেতন (বটতলা) ঝড়ে বিধ্বস্থ হওয়ার প্রায় এক যুগ পরেও ক্লাসরুমগুলোর সংস্কার করা হয়নি। বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হারুন অর রশীদ জানান, ক্লাসরুমগুলো ধসে [বিস্তারিত]