জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী জাককানইবি

ফারুক আহমেদ :২৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে (বেরোবি) হারিয়ে জয়লাভ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।

রবিবার প্রতিযোগিতায় ১ম পর্বে বঙ্গবন্ধু হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ২য় পর্ব নিশ্চিত করেছে নজরুল বিশ্ববিদ্যালয় অগ্নিবীণা হল। টিমের সর্বাত্মক সহযোগিতায় ছিলেন জাককানইবি’র স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডিবিটিং সোসাইটির বিতার্কিক হিসেবে অংশ নিয়েছিলেন ছিলেন ফিরোজ আহমেদ (দলনেতা), রাশেদ খান ও শফিকুল আলম বাপ্পী।

বির্তকের বিষয় হিসেবে ছিল ‘পর্যাপ্ত উৎপাদন নয় বরং সুষম বন্টনই পারে জনকল্যাণ নিশ্চিত করতে’ পক্ষ দল- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বিপক্ষে দল- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। যথাযথ যুক্তি উপস্থাপন করে বিপক্ষ দল বিজয় লাভ করে।