৫ টি উপলক্ষে ৩৭ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করেছে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষে ৩৭ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় বন্ধ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে পড়তে আসা শিক্ষার্থীরা নাড়ীর টানে বাড়ি ফিরছেন। ফলে ফাঁকা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, পবিত্র রমজান, গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, শবে কদর, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় আগামী ১২ মে থেকে ১৩ জুন পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে আগামী ৩০ মে পর্যন্ত।