মো: আনিসুর রহমান : ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সর্বশেষ যে সফলতা দেখিয়েছেন তা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহিত আশ্রায়ন প্রকল্পের তৃতীয় ধাপে ময়মনসিংহের নান্দাইলের প্রত্যন্ত গ্রামসহ একাধিক অঞ্চলে গৃহনির্মান কর্মসূচীর সাফল্যজনক বাস্তবতার ইতিবৃত্ত যা আমরা জেলা প্রশাসক সহ একাধিক মিডিয়া মাধ্যমে প্রত্যক্ষ করেছি । জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক যিনি নিভৃতচারী এবং যার চিন্তায় ও কথায় মানুষের বিশ্বাস জন্মগ্রহন করে । নির্দ্বিধায় , নিঃসংকোচে আত্মসমর্পিত হওয়া যায় । বলতে দ্বিধাও নেই , তিনি প্রতিজ্ঞায় অনঢ় , কথায় স্বল্পতা , পরিশ্রমে অসম্ভব ভাবে ক্লান্তিহীন ।
বলাবাহুল্য , একজন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তি তিনি , যাকে বাইরে থেকে বোঝার উপায় নেই । ধরে নিতে পারি মোহাম্মদ এনামুল হক‘কে নিয়ে যদি তার সেবাধর্মী কাজকর্ম নিয়ে লেখা হয় তাহলে তিনি প্রথম , যদি মানবতার সেবা নিয়ে নতুন কোন লেখা হয় তাহলেও তিনি প্রথম , যদি সামাজিক কাজকর্ম নিয়ে কোন নতুন প্রতিবেদন লিখা হয় তাহলেও তিনি প্রথম । তার চোখ দেখে বোঝা যায় , তিনি সবই বোঝেন সবই পারেন এবং ট্রেস করতে পারেন অবলীলায় । মনে করি , সব্বেই শতভাগ যুক্তিসঙ্গত এবং কর্মের পুরস্কারে তিনিই সার সর্বাসে বিবেচিত ।
কাব্যের ভাষায় বলা যায় , রাত রাতের কথা বলে , দিন দিনের কথা বলে কিন্তু মোহাম্মদ এনামুল হক কোন পৃথক কথা বলেন না , রাতদিন একই কথা বলেন– কাজের মাধ্যমে উন্নয়নের কথা আর এক নৌকায় বসে লক্ষ কোটি নৌকা দেখেছেন , দেখেছেন পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র আড়িয়াল খায় বঙ্গবন্ধু আর সারা বাংলাদেশে মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব ‘ এর প্রতিছবি । ময়মনসিংহে একজন মানুষ আছেন । সমগ্র ময়মনসিংহ জেলায়ও সেই মানুষটি আছেন । তিনি একজন পরিশ্রমী সদালাপী নির্মোহ স্বশিক্ষিত ত্যাগী এবং ময়মনসিংহে তিনি একজন সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা । নামঃ মোহাম্মদ এনামুল হক । জেলা প্রশাসক ময়মনসিংহ ।