আরিফ রববানী, ময়মনসিংহ:: আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে ৭ম ধাপে মোট ১৩৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী- চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা ১০ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।
প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধের আরো দীর্ঘ সময় বাকী থাকলেও ৭ম ধাপের এই নির্বাচনকে ঘিরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটারদের দোয়া,সহযোগিতা চেয়ে নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আন্দোলন সংগ্রামের রাজপথে থাকা সাবেক ছাত্রনেতা মাহবুব আলম (মাহবুব)। রাজনীতিতে তিনি নিজের জীবন বাজী রেখে ছাত্রজীবন থেকে দলের জন্য কাজ করেছেন।একজন ত্যাগী ও জনবান্ধব নেতা মাহবুব আলম (মাহবুব)। গত নির্বাচনে তাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিলো,তবে রাজনৈতিক কোন্দলে তাকে পরাজয় মেনে নিতে হয়েছিলো। জনগণ এবার তাকে নিয়ে ঐক্যবদ্ধ হলেও তিনি মনোনয়ন পান নি। তবে সাধারণ মানুষ তাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে বিধায় তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবেই মাঠে ভোটযুদ্ধে থাকতে মনোনয়ন পত্র দাখিল করতে বাধ্য হয়েছেন। তিনি তার নিজের অবস্থান সুসংহত করতে প্রতিদিন গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গণসংযোগকালে তিনি বলেন, আমাকে নির্বাচিত করা হলে শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করব-ইনশাল্লাহ।’একই সঙ্গে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।
এবারের নির্বাচনে বাড়ি-বাড়ী, পাড়া-মহল্লা, হাট-বাজার ও রাজনৈতিক কার্যালয়গুলোতে মাহবুব আলম (মাহবুব) এর নাম সর্বাধিক আলোচনায় উঠে আসছে সর্বমহলে। চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম সবাইকে সঙ্গে নিয়ে ‘ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ’। একজন পরিচ্ছ্ন্ন সাদা মনের মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে ইউনিয়নের প্রতিটি গ্রামে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
তারুন্দিয়া ইউনিয়নের ভারতী বাজার,কোনাপাড়া,পলাশকান্দা,সরতাজবাহেরা,মধুরবাহের,তারুন্দিয়াচরজিথর ,গাবরবোয়ালীসহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে মাহবুব আলম এর জনপ্রিয়তা সম্পর্কে জানতে চাইলে অনেকেই বলেন, তিনি জনপ্রিয়তার শীর্ষে। তাঁর অবস্থান সবচেয়ে ভালো। তরুণ ভোটাররা জানান-ইতিপূর্বে আমরা অনেক চেয়ারম্যান দেখেছি। এবার আমরা নতুন মুখ হিসেবে মাহবুব ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তারা বলেন-মাহবুব ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা ধারণা করছি তিনি এবার বিপুল ভোটে নির্বাচিত হবেন।’ পোড়াবাড়িয়া গ্রামের মুরুব্বি ফজলুল হক বলেন, ‘মাহবুবের ওপর আস্থা রাখা যায়। আমরা তাঁর সঙ্গে আছি। একই সাথে তারা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহারের দাবী জানান।
তারুন্দিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক শ্রমিক নেতা আনিসুল হক বলেন, মাহবুব আলম মাহবুব ভাইয়ের জয় এবার হবেই। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। আমরা আশাকরি আমাদের সকলের প্রাণবন্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসাবেই মাহবুব ভাই বিপুল ভোটে জয়যুক্ত হবেন ইনশাল্লাহ।’