ইসমাইল হোসেনঃঃ ট্রান্সফরমারে’র নিয়মিত’ রক্ষণাবেক্ষণে’র অভাবেই’ ত্রিশাল’ উপজেলা’র ধানীখোলা’ ইউনিয়নে’র কাটাখালী’ গ্রামে’র বিদ্যুতে’র ট্রান্সফরমা’র থেকে’ অনবরত’ তেল’ চুইয়ে’ চুইয়ে’ পরছে’। যে’ কোন’ সময়’ অগ্নিকাণ্ডে’র সুত্রপাত’ হতে’ পারে। বিভিন্ন’ এলাকায়’ দেখা যায়’ ট্রান্সফরমারে’র বুশিং থেকে’ই আগুনে’র সূত্রপাত’ হয়। বুশিং-এর’ এক’প্রান্ত তেলে’র মধ্য’ থাকায়’ ওই তেলে’র কারণে’ খুব’ দ্রুত’ আগুন ছড়িয়ে’ পড়ে। এ কারণে’ অন্য’ নিরাপত্তামূলক’ ব্যবস্থাগুলো’ কাজে’ আসেনা।
‘রক্ষণাবেক্ষণে’র অভাবে’ এ ধরনে’র দুর্ঘটনা’ ঘটে’ থাকে। বুশিং-এর’ একটি’ প্রান্ত’ তেলে’র মধ্যে’ থাকে। অন্য’প্রান্ত বিদ্যুৎ লাইনে’র সঙ্গে’ যুক্ত’ থাকে। এখানে’ বুশিং-এর ওপরে’র অংশ’ ঠিকমতো’ পরিষ্কার’ না’ করলে’ ময়লা’ জমে’ তেল’ চুইয়ে’ বাইরে’ আসে’। সেই’ তেল’ বিদ্যুৎ পরিবাহী’ হয়ে’ যায়। যা থেকে’ আগুন’ ধরে’ থাকে।’
কাটা’খালীবাসী’ আশাবাদী, অতিদ্রুত’ উর্ধতন’ কর্তৃপক্ষ’ এ বিষয়টি’ নজরে’ এনে’ যথাযথ’ বিহিত’ ব্যবস্থা’ করে’ এলাকা’বাসী ও পথচারী’দেরকে বড় ধরনে’র দুর্ঘটনা’র হাত’ থেকে রক্ষা’ করবেন।