মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২ কোটি টাকার উপরে রাজস্ব্য আদায়ের সদর বাজার। এ বাজারে হঠাৎ কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে একদিকে যেমন পানির সংকট। অপরদিকে ফায়ার সার্ভিসের গাড়ী যাতায়াতের কোন রাস্তা নেই। উপজেলার সর্ববৃহৎ এ বাজারকে অগ্রিকাণ্ডের হাত থেকে রক্ষা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ নিয়েছেন নানা উদ্যোগ। এ বিষয়ে গত আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রস্তাব উপস্থাপিত হয়। ফলশ্রুতিতে ১৩মে শনিবার সকালে তিনি ঝিনাইগাতী সদর বাজারে ধানহাটি সংলগ্ন এলাকায় এক লক্ষ লিটার পানি সংরক্ষণের জন্য ওয়াটার রিজার্ভ ট্যাংক এর স্থান নির্ধারণ করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়ি যাতায়াতের জন্য বাজারের কয়েকটি গলি পরিদর্শন করে বাজারের সকল দোকান পাঠ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করতে রাস্তা নির্ধারণ করেন। বাজারের ভিতর দিয়ে গাড়ির যাতায়াতের জন্য গলির দু’পাশে দোকানদারদের কিছুটা জায়গা ছেড়ে দিতে হলেও তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ফায়ার সার্ভিস ও সিভিল সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল মান্নান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মৃণাল কান্তি সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান খাঁন ও স্থানীয় গণমাধ্যম কর্মী।
এ ব্যাপারে বাজারবাসীরা জানান, ইউএনও স্যারের এমন মহতী উদ্যোগে কারণে অগ্নিকাণ্ডের হাত থেকে আমরা সহজেই রক্ষা পেতে পারবো। তাছাড়া বাজারের ভিতর দিয়ে গাড়ি নিয়ে যাতায়াতের কোন রাস্তা নেই।