ময়মনসিংহ ০৭ ত্রিশালের বি এন পির মনোনয়ন চায় শাহাবুল আলম

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: আসন্ন ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ত্রিশাল আসনে বিএনপির পক্ষ হতে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সদস্য, এবং ত্রিশালের জনপ্রিয় সামাজিক সংগঠন ব্র‍্যন্ড গ্রুপের প্রতিষ্ঠিতা সভাপতি শাহ্‌ মোঃ শাহাবুল আলম । 

ময়মনসিংহে বিএনপির সর্বকনিষ্ঠ মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলের মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক তরুন ছাত্রনেতা। ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বুধবার দুপুরে দলের ফরম ক্রয় করেন আলোচিত এ ছাত্রনেতা।

খোজঁ নিয়ে জানা যায়, বিগত ২০১৪ সালের বিএনপির নির্বাচন বর্জন আন্দোলনের আলোচিত এ ছাত্রনেতা একাধিকবার পুলিশের মামলায় কারাবরণ করেন। সর্বশেষ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাবার দিন ঢাকায় গ্রেফতার হয়ে।তার পর র্দীঘ সময় কারাভোগ করে সাবেক তরুন ছাত্রনেতা ।

ত্রিশাল সংসদীয় আসনে “ধানের শীষ”প্রতীকে। নির্বাচন করার লক্ষে যারা নমিনেশন কিনেছেন। ১,ডাঃ মাহবুবুর রহমান লিটন সাহেব। সাবেক ছাত্রনেতা। সভাপতি, ত্রিশাল উপজেলা বিএনপি। সহ সভাপতি, ময়মনসিংহ দঃ জেলা বিএনপি। সদস্য,বিএনপি জাতীয় কমিটি। ২,আলহাজ্ব জয়নাল আবেদীন সাহেব। চেয়ারম্যান, ত্রিশাল উপজেলা। সাধারণ সম্পাদক, ত্রিশাল উপজেলা বিএনপি। যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দঃ জেলা বিএনপি। ৩,শহিদুল আমিন খসরু। সাবেক ছাত্রনেতা। সভাপতি, সেচ্চাসেবক দল,ময়মনসিংহ দঃ জেলা। ৪,হাফেজ, মাও,মাহমুদুল হাসান শামীম। সাবেক ছাত্রনেতা। সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। ৫,শাহ মুহাম্মদ শাহাবুল আলম। প্রতিষ্ঠা সভাপতি, ছাত্রদল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ৬,আমিন সরকার। যুব নেতা। সবার জন্য শুভ কামনা রইলো। দল যাকেই নমিনেশন দিবে,আমরা যদিও তাদের জন্য কাজ করবো। তবে যোগ্য কেও নমিনেশন পাবে এমনটাই প্রতাশা করছি।